নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিস্কুল গ্রামের বহুপ্রতিক্ষিত সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে ইছামতি নদীর উপর আর সিসি ব্রীজের নির্মান কাজ শুরু করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান ও নবাবগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিস্কুল প্রাইমারী স্কুল সংলগ্ন ই্ছামতি নদীর উপর সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে ৯৫ মিটার আরসিসি ব্রীজটির নির্মান কাজ শুরু করা হয়।
উপজেলা প্রকৌশলী সুত্রে জানা যায়,ব্রীজটি দ্রুত নির্মানের জন্য দোহার ও নবাবগঞ্জ(ঢাকা-১)আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সালমা ইসলাম আগামী বৃহস্পতিবার ব্রীজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।ব্রীজটি নির্মানের দাবী ছিল যন্ত্রাইল ইউনিয়ন বাসীর।ব্রীজটি নির্মান হলে নবাবগঞ্জের প্রানকেন্দ্রে যন্ত্রাইল ইউনিয়নবাসীরা ১৫ মিনিটের মধ্যে নবাবগঞ্জ থানা সদরে আসা-যাওয়া করতে পারবেন।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো.শাহজাহান জানান,ব্রীজটি নির্মানের জন্য ম্যাডাম এ্যাডভোকেট সালমা ইসলামের একান্ত প্রচেষ্টায় কাজটি শুরু করতে পেরে আমরা অনেক আনন্দিত।আশা রাখি চলতি বছরের শেষ দিকে জনসাধারনের যানবাহনের চলাচলের জন্য ব্রীজটি উন্মুক্ত করতে পারবো।
এ বিষয়ে দোহার ও নবাবগঞ্জ(ঢাকা-১)আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সালমা ইসলাম দৈনিক আগামীর সময়কে ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা স্বীকার করে বলেন,ব্রীজটি নির্মান করা আমার নির্বাচনী ওয়াদা ছিল।আল্লাহর অশেষ রহমতে আমার এলাকার জনগনের কাছে নির্বাচনী ওয়াদা পালন করতে পেরে আমি আল্লাহপাকের কাছে শুকরিয়া জানাচ্ছি।