মৈনটে টোল আদায়ের টাকা ছিনতাই

414

দোহার উপজেলার ময়নট ঘাট ইজারাদারের লোকজনকে কুপিয়ে টোল আদায়ের লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন_ ক্যাশিয়ার আহাম্মদ, মো. সামাদ মৃধা, মোহাম্মদ ও রিপন।

সোমবার বিকেলে উপজেলার ময়নট ট্রলার ঘাটে ১৫-২০ জনের সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ইজারাদারের লোকজনকে কুপিয়ে দিনভর টোল আদারের লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে দোহার থানার ওসি শেখ মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো_ খলিল মোল্লা, হাবিবুর রহমান ও রাকিব।

আপনার মতামত দিন