মেঘুলায় কিশোরী অপহরণ: গ্রেফতার ২

261

বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার দোহারের মেঘুলায় এক কিশোরীকে অপহরণ করেছে একই গ্রামের আব্দুল বারেকের পুত্র মামুন(২০)। অপহরনের শিকার কিশোরী রাবেয়া (১৪) একই গ্রামের আব্দুল জলিল ব্যাপারীর মেয়ে। মামুন বেশ কিছু দিন ধরেই রাবেয়াকে উক্ত্যাক্ত করত।

এই ব্যাপারে দোহার থানায় মামলা করেছেন মেয়ের পিতা জলিল ব্যাপারী। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই খোঁজ পাওয়া যাচ্ছিল না রাবেয়ার।

উক্ত্যাক্তের সূত্র ধরে রাবেয়ার পিতা দোহার থানায় মামুনকে আসামী করে মামলা করে। তার অভিযোগের উপর ভিত্তি করে মামুনের বোন রাহেমিয়া(২৪) ও মা নুসরত(৬০)কে আটক করে দোহার থানা পুলিশ।

রাহেমিয়া দাবি করেন মামুনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এই মামলার তদন্তে আছেন এস আই সিকেন্দার। মামলা নাম্বার ১৪।

আপনার মতামত দিন