মেঘনা সেতুতে মাসে ৩০-৪০ লাখ টাকার টোল কম পেয়েছে সরকার: ফেসে যাচ্ছেন ইঞ্জিনিয়ার মেহবুব

1151
ইঞ্জিনিয়ার মেহবুব

মেঘনা সেতু থেকে সরকার প্রতিদিন ৩৯-৪০ লাখ টাকার টোল কম পেয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বঙ্গবন্ধু সেতু সহ বিভিন্ন সেতুর টোল আদায় করার জন্য অনলাইন পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত বিষয়ক সংবাদ সম্মেলনে যোগাযোগ মন্ত্রী এই কথা বলেন। ফলে মেঘনা-গোমতি নদীর টোল আদায়কারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকার ইঞ্জিনিয়ার মেহবুব ফেঁসে যেতে পারেন এই মেঘনা ও গোমতি নদীর টোল আদায়ে অনিয়মের জন্য।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পর মন্ত্রী জানান, মেঘনা ও গোমতি সেতুর টোল আদায়ে করায় চুরি বন্ধ হয়েছে। আর এ কারণে প্রতিমাসে বাড়তি আদায় হচ্ছে ৩০ থেকে ৩৫ লাখ টাকা। তাই চুরি বন্ধ করতে বঙ্গবন্ধু সেতুর আদলে দেশের সব বড়বড় সেতুর টোল আদায় করার ব্যবস্থা হচ্ছে।

উল্লেখ্য, মেঘনা ও গোমতী নদীর টোল আদায়ের দোহারের উপজেলা নির্বাচনে অংশ নেয়া ইঞ্জিনিয়ার মেহবুবুর রহমানের। কিন্তু কিছু দিন আগে টোল ফাঁকি দেয়ার অভিযোগে টোল আদায় করার জন্য নতুন প্রতিষ্ঠান নিয়োগ দেয় সরকার।

আপনার মতামত দিন