মুকসুদপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

764
মুকসুদপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে প্রবীণদের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রমিজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সহযোগিতায় এবং ইন্টারনাল মেডিসিন বিভাগ (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) এর আয়োজনে একদিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গতকাল ২৪ মার্চ শুক্রবার সকাল ৯ টায় মুকসুদপুর সামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মুকসুদপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব অধ্যাপক এম এ হান্নান খান। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অন্ততপক্ষে ১০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ জলিল চৌধুরী, অধ্যাপক জিলন মিয়া সরকার, ডা: মো: ফেরদৌস উর রহমান, ডা: মো: তানভীর ইসলাম, ডা: সুমন শিকদার প্রমুখ।

আপনার মতামত দিন