মুকসুদপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

611

ঢাকার দোহার উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জনকে কামড়িয়ে আহত করেছে। বুধবার দুপুরে উপজেলার মুকসুদপুর ও সাতভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার মুকসুদপুর গ্রামের মোসলেমের মেয়ে তাসলি (৩০) হিরন চৌকিদারের দুই ছেলে সোহেল (৪) রনি (৯), মাসুদ রানার তিন ছেলে বাবু (১৪) লিমন(১১)ও সোহেল (৯) সাতভিটা গ্রামের ইসহাক(৪৫)সহ তার দুই ছেলে রনি(২০) কামরুল (১৫) মো.মাসুম (২২)।
এলাকাবাসি জানান,বুধবার সকালে একটি পাগল কুকুর মুকসুদপুর গ্রামের তাসলি নামে এক পথচারীকে কামড়িয়ে জখম করে আহত করে। একই দিনে কুকুর পুনরায় বাকিদেরকে কামড়িয়ে আহত করে। আহতদের উদ্ধার করে ঢাকার মহাখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মুকসুদপুর ইউনিয়নের এলাকাবাসি জানান, পাগলা কুকুরটি নিধনের জন্য স্থানীয় লোকজনকে নিয়ে চেষ্টা চালানো হচ্ছে।

আপনার মতামত দিন