মানবিক কাজে থেমে নেই ছাত্রলীগ

242

শুধু নামে নয়, কর্মেও মানবিক ছাত্রলীগ। এ যেন মানবতার আরো একটি দৃষ্টান্ত স্থাপন করলো ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগ।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন দোহার উপজেলা, নবাবগঞ্জ উপজেলা ও দোহার- নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ কর্মীরা। এ সময় ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি জনাব গিয়াস উদ্দিন সোহাগের নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের কৃষক নুরু মিয়ার ক্ষেতের ধান কেটে দেয় ছাত্রলীগ। রবিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত ধান কেটে দেন ছাত্রলীগ কর্মীরা।

এ বিষয়ে গিয়াস উদ্দিন সোহাগ জানান, সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশের মত দোহার নবাবগঞ্জের ধান চাষীরা শ্রমিক সংকটে ধান কাটতে পারছে না। তাই অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার দায়িত্ব নেয় ছাত্রলীগ। তিনি আরো জানান, ছাত্রলীগ এভাবেই মানবতার কাজে সব সময় মানুষের পাশে থাকবে।

এ সময় গিয়াস উদ্দিন সোহাগ সহ এ ধান কাটায় আরও অংশগ্রহণ করেন ছাত্রলীগ নেতা এসএম সাইফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নাহিদুল আলম নাদিম আরো অনেকে।

আপনার মতামত দিন