মাঝরাতে ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের হলে হেলমেটধারীদের হামলা, আহত ৭ শিক্ষার্থী

17
মাঝরাতে ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের হলে হেলমেটধারীদের হামলা, আহত ৭ শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক ছাত্রাবাসে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ হামলায় আহত হয়েছে ৭ জন শিক্ষার্থী। আহতদের শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আহতরা জানান, রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু এবং শেরে বাংলা হলে আকস্মিক হামলা চালায় হেলমেটধারী ও বহিরাগত সন্ত্রাসীরা। এসময় তারা হলে ঢুকে ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মারধর শুরু করে। এতে সাতজন আহত হয়েছে। আহতরা সবাই ছাত্রলীগ নেতা রক্তিম-বাকি গ্রুপের সদস্য।

আহতদের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেয়র সাদিক আব্দুল্লাহ’র অনুসারী কতিপয় ছাত্রলীগ নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে এ হামলা চালিয়েছে। তারা হেলমেটের পাশাপাশি মাক্সও পরে ছিল বলে জানিয়েছে ভুক্তভোগীরা। এসময় তাদের হাতে ধারালো অস্ত্র এবং লাঠিসোটাও ছিলো।

এঘটনার পর ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

 

আপনার মতামত দিন