ভূমিকম্পের আফটারশক কোথায় হবে জানতে একাট্টা গুগল ও হার্ভার্ড

190
গুগল ও হার্ভার্ড

ভূমিকম্পের পরে আঘাত হানা ছোট ছোট ভূমিকম্প বা আফটারশক সম্পর্কে অগ্রিম জানতে চান গুগল ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এ জন্য বিশ্বের বিভিন্ন দেশে আঘাত হানা প্রায় এক লাখ ৩১ হাজার ভূমিকম্পের তথ্য নিয়ে তৈরি করা হবে বিশাল ডাটা বেইস। এতে ভূমিকম্পের পরে কোথায়, কতক্ষণ ধরে আফটারশক হয়েছিল, তা যুক্ত করা হবে। এসব তথ্য পর্যালোচনা করেই মূলত ভূমিকম্পের পর আফটারশকের সম্ভাব্য স্থানের সন্ধান জানা যাবে। এ জন্য মেশিন লার্নিং প্রযুক্তির উন্নয়নে একসঙ্গে কাজও করবে তারা।

উল্লেখ্য, বড় ধরনের ভূমিকম্পের পর আশপাশের কয়েক শ মাইল দূরত্বে বেশ কয়েকবার ছোট ছোট ভূমিকম্প হয়ে থাকে। এতে অনেক ক্ষতিও হয়।

আপনার মতামত দিন