ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে নরসিংদীর ৮ যুবক নিখোঁজ

16
ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে নরসিংদীর ৮ যুবক নিখোঁজ

দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নরসিংদীর ৮ যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তারা প্রত্যেকেই নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা।

নিখোঁজ ৮ যুবক হলেন বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০), একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন (২৯), কামাল হেসেন (৩৪), ভাটেরচর গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুনুর রশিদের ছেলে মনির হোসেন (২২), একই এলাকার আ. মোতালিব মিয়ার ছেলে রবিউল(৩৩), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া(২০) এবং নিলক্ষিয়া গ্রামের আমান মিয়া (২১)। তারা সকলেই দুলাল কান্দি গ্রামের দালাল লাল মিয়া ছেলে জাকির হোসেন এবং নুর কাসেমের স্ত্রী শাহিনুরের সাথে (জাকিরের ফুফু) ১০ থেকে ১২ লাখ টাকা চুক্তিতে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশে দেশ ছাড়ে।

শুক্রবার (১১ আগস্ট) সকালেই ট্রলার ডুবির খবর পান নিখোঁজদের স্বজনরা। তারা জানান, ৫-৬ মাস আগে ১০-১২ লক্ষ টাকার চুক্তিতে ইতালির উদ্দেশে প্রথমে তাদের লিবিয়া নিয়ে যাওয়া হয়। বেশ কিছুদিন গেমঘরে রেখে গত বুধবার রাত ৮টায় একটি ট্রলা তাদের নিয়ে ইতালির পথে যাত্রা করে। কিন্তু যাত্রা শুরুর ৪০ মিনিট পরই ডুবে যায় ট্রলারটি। এ ঘটনায় জাকিরের তত্ত্বাবধানে ২০-১২ জন ফিরে আসলেও এ ঘটনায় আটজন নিখোঁজ হন।

অন্য খবর  পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, যান চলাচল বন্ধ

এ বিষয়ে জানতে চাইলে বেলাব থানার অফিসার ইনচার্জ মো. তানভীর আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ আসেনি। বিষয়টি নিয়ে খোঁজখবর করা হচ্ছে।
এর আগে ২২ জুন পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার ১০ যুবক নিখোঁজ হয়। এর মাত্র দেড় মাসের মধ্যেই আবারও ঘটলো এমন হৃদয় বিদায়ক ঘটনা। সঠিক পরিসংখ্যান না থাকলেও নরসিংদীর বেলাব, রায়পুরাসহ বিভিন্ন উপজেলার অধিকাংশ পরিবারই প্রবাসে যাওয়া নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন।

আপনার মতামত দিন