বিষ*পানে’ অসু*স্থ সাত কলেজের শিক্ষার্থীরা, নীলক্ষেত অবরুদ্ধ

122
বিষ*পানে’ অসু*স্থ সাত কলেজের শিক্ষার্থীরা, নীলক্ষেত অবরুদ্ধ

এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে চলমান অবরোধ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, ঢাবির ‘প্রহসনের বিরুদ্ধে’ প্রতিবাদ জানাতে তারা ‘বিষপান করে’ অসুস্থ হয়ে পড়েছেন। তবে, আদৌ বিষপান করেছে এমন সুনির্দিষ্টি তথ্য কেউ নিশ্চিত করেনি। যদিও আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ কেউ সাংবাদিকদের কাছে দাবি করছেন বিষপান করে অসুস্থ হয়েছেন কয়েকজন।

রোববার (২৭ আগস্ট) দুপুরের পর আন্দোলনরত শিক্ষার্থীদের মুকপাত্র দাবি করেন, কেউই বিষপানে অসুস্থ হননি। অতিরিক্ত গরমে সাতজন শিক্ষার্থী আহত হয়ে পড়েছেন। এর আগে সোয়া দুপুবে তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন। এর ফলে নীলক্ষেতের দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনের অন্যতম মুখপাত্র মোখলেসুর রহমান রবিন বলেন, ‘আমরা দুপুর দুইটা পর্যন্ত আমাদের দাবি আল্টিমেটাম বেঁধে দিয়েছি। যদি আমাদের দাবি আজ না মানা হয়, আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হব।’
এর আগে গত বুধবার আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার (২৮ আগস্ট) গণ সুইসাইডের ডাক দেন। তারই একদিনের মাথায় স্নাতক তৃতীয় বর্ষের ফরম ফিল-আপের তারিখ আর বাড়ানো হবে না, এমন খবর পেলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি থেকে সরে সেটি একদিন এগিয়ে নেন।

অন্য খবর  এসএসসি ১৯শে মে, এইচএসসি ১৮ই জুলাই, কমছে নম্বর ও সময়, থাকছে না আইসিটি

 

 

আপনার মতামত দিন