২৫ বছরে বিশ্বের প্রথম ওয়েবসাইট

658
বিশ্বের প্রথম ওয়েবসাইট

২৫ বছর অতিক্রান্ত হল বিশ্বের সর্বপ্রথম তৈরি ওয়েবসাইটের বয়স। ওয়েবসাইটটি তৈরি করেছিলেন ইন্টারনেটের জনক নির্মাতা ব্রিটিশ বিজ্ঞানী স্যার টিম বার্নার্স লি। তিনি ১৯৯০ সালের ২১ ডিসেম্বর সার্নের (ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ) একটি কম্পিউটারে তার উদ্ভাবিত ওয়েবসাইটের হোস্টিং করেছিলেন।

মজার ব্যাপার হচ্ছে, ওয়েবসাইটি এখনও সচল অবস্থায় রয়েছে। ইন্টারনেটের এমন উদ্ভাবনে আজ বদলে গেছে বিশ্ব।

ওয়েবসাইটি তৈরির সময় ৬০ বছর বয়সী বানার্স লি ছিলেন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের গবেষক। তিনি মূলত ওয়েবসাইটিতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পর্কিত তথ্য সরবরাহ করতেন। তবে তথ্য আদান-প্রদানকারী মাধ্যম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার হয় ১৯৮৯ সালে।

বার্নার্স লি তার প্রথম ওয়েবসাইটে বিশ্লেষণ করেছেন, কী করে সার্ভার সেটআপ করতে হয় ও অন্যদের শেয়ার করা কনটেন্ট অ্যাকসেস করতে হয়। ওই সময় ইন্টারনেট ব্যবহারকারীর অধিকাংশই ছিল প্রতিরক্ষা সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে। পরে নতুন প্রস্তাবনার মাধ্যমে সহজে ইলেক্ট্রনিক ডকুমেন্ট অনুসন্ধান ও শেয়ার করা যেত।

আপনার মতামত দিন