বিমানের সিটের নিচে পাওয়া গেল ২৬ কেজি স্বর্ণ

26
বিমানের সিটের নিচে পাওয়া গেল ২৬ কেজি স্বর্ণ

হজরত  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানের সিট থেকে ৩০ কোটি টাকা মূল্যের ২৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। তবে এগুলোর মালিক পাওয়া যায়নি।

আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের এআরও সারোয়ার কবীর।nfl custom jersey
pink wig
nfl tshirt
nike air jordan 11 midnight navy
sex toys for men
nike air max 97
mens nike air jordan
nike air max 97
Human hair Wigs
nfl jerseys
custom jerseys
adult sex toys
custom jerseys
custom jerseys
nfl jerseys cheap

তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমানবন্দরে আসা ইকে-৫৮৪ ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিমানটির ১১টি সিটের নিচ থেকে নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে।

সারোয়ার কবীর আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৬ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। ইভেন্ট্রি করে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এআরও সারোয়ার কবীর।

আপনার মতামত দিন