বিদেশি বিনিয়োগ শিল্পোদ্যোক্তা বাড়ানোই লক্ষ্য

    139

    বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং শিল্পোদ্যোক্তা সৃষ্টিই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন  শেষে তিনি এ কথা বলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বিশিষ্ট এই শিল্পোদ্যোক্তা। তিনি ঢাকা-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, দেশে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে অবকাঠামো উন্নয়ন। সরকার অবকাঠামো উন্নয়নে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। শিগগিরই এগুলো বাস্তবায়নের পাশাপাশি দেশে বিনিয়োগ বাড়বে।

    আপনার মতামত দিন