বিকাশে সেরা হলেন দোহার উপজেলা এজেণ্ট ওমর

483

শরিফ হাসান ও মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার, news39.net: বিকাশ লিমিটেডের স্টার এজেন্ট ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণে সামগ্রিকভাবে বিভিন্ন ক্যাটাগরির বিচারে সেরা হয়েছেন ঢাকার দোহারের মোঃ ওমর। তিনি দোহার-নবাবগঞ্জের ডিস্ট্রিবিউশন হাউজ এমএস প্রতিভা এন্টারপ্রাইজের মাধ্যমে এজেণ্ট সেবা নিয়ে থাকেন।
সেরার পুরস্কার হিসেবে সারাদেশে ১০ জন এজেন্টকে মোটরসাইকেল উপহার দেয়া হয়। এই উপহার প্রদানে উপস্থিত ছিলেন প্রতিভা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মেহেদী আরিফ, বিকাশের এরিয়া ম্যানেজার সাদেকুল মাজিদ, টেরিটরি ম্যানেজার মোঃ শাহজাহানসহ আরও অনেকে। একইসাথে এজেন্ট মোঃ ওমরকে একটি ছবির ফ্রেমও উপহার দেন বিকাশ লিমিটেড।

আপনার মতামত দিন