বিএনপি নেতা মেছের চেয়ারম্যান অসুস্থ; সকলের নিকট দোয়া প্রার্থনা

287
বিএনপি নেতা মেছের চেয়ারম্যান অসুস্থ

দোহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম মেছের গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ডায়বেটিকস হাসপাতাল(বারডেম) এ ভর্তি হয়েছেন। কিছুদিন যাবত ঠান্ডা, জ্বর ও মুখে স্বাদহীনতার কারনে তিনি অসুস্থ ছিলেন।  দোহারে তার করোনা টেস্ট করানো হলেও সেই টেস্ট নেগেটিভ আসে। তারপরও তার অসুস্থতা না কমায় শনিবার রাতে তাকে ঢাকায় নেয়া হয়। ঢাকায় বারডেম হাসপাতালে ভর্তি তাকে ভর্তি করা হয়। এর মাঝে তার শারীরিক অবস্থার একটু অবনতি হলে তাকে আইসিইউওতে স্থানান্তর করে হাসপাতাল কতৃপক্ষ। তার ভাতিজা বিশিষ্ট কর আইনজীবি মনির হোসেন নিউজ৩৯কে তার শারীরিক বর্তমান অবস্থার কথা জানান এবং অতি দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আপনার মতামত দিন