বারুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

288

মো:শামীম/নিউজ৩৯.নেট
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বারুয়াখালী ইউনিয়নের মাদলা গ্রামে পানিতে ডুবে এক মেয়ে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মেয়েটির নাম স্বর্না আক্তার ।
স্থানীয় ও পারিবারিকসুত্রে জানা যায়, শনিবার বিকেলে স্বর্না আক্তার(৫)নামে একশিশু পুকুরের পানিতে গোসল করতে গেলে আধা ঘন্টা পার হওয়ার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখোঁজি শুরু করে । খোজাখুজির এক পর্যায়ে পুকুরের বাড়ির এক প্রতিবেশী মেয়েটির লাশ পানিতে ভাসতে দেখে । পরে অন্যান্য লোকজন মৃত স্বর্না আক্তারকে পানি থেকে তুলে আনে ।
মৃত স্বর্না আক্তার উপজেলার বারুয়াখালী ইউনিয়নের মাদলা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

আপনার মতামত দিন