ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরাতে ইয়াবা বিক্রি ও সেবনের অপরাধে দুই যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা গ্রামের গিয়াস উদ্দিন গাবু’র ছেলে মো. শাহিন মোল্লা (২১) ও দেওতলা গ্রামের মাহবুব আলমের ছেলে মো. বাশরী (৪০)।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলার নবাবগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক মো. উসমান কবির, নবাবগঞ্জের সার্কেলের পরিদর্শক মো. ইউনুস হাওলাদার ও এএসআই মো. রফিকুল ইসলাম নতুন বান্দুরা গ্রামে মাদক বিরোধী অভিযান চালান। এই সময় তারা শাহিন ও বাশরীকে আটক করে। এসময় শাহীনের কাছ থেকে ২ পিস ইয়াবা ও বাশরীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তিনি শাহীনকে ১৫ দিন ও বাশরী কে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।