বাধ নির্মাণের স্বার্থে দোহারে জাহাজ বানানো বন্ধ

1031

বাধ নির্মাণের স্বার্থে দোহারে জাহাজ শিল্পাঞ্চল নামে পরিচিত নারিশা ডাক বাংলো এলাকায় মংগলবার থেকে  জাহাজ বানানো বন্ধ রয়েছে। যথাযথ অনুমতি না থাকায়, পরিবেশ দূষণ  রোধ ও নদীর তীর সংরক্ষণ এবং বাধ নির্মাণের জন্য ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান তাৎক্ষণিক সকল নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন। একই সাথে পরবর্তী নির্দেশনা না-দেয়া পর্যন্ত তিনি উপস্থিত দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা, দোহার থানা ওসি কে বিষয়টি লক্ষ্য রাখতে নির্দেশ দেন।

আপনার মতামত দিন