আবারও আ. মান্নান ও ব্যা. অসীমের বাড়ীতে ককটেল হামলা

276

আসিফুর রহমান নিউজ৩৯ঃশুক্রবারে হামলার পর সোমবার রাতে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আঃ মান্নান ও তার জামাতা বিএনপি’র কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যাঃ নাসির উদ্দীন অসীমের ধানমন্ডীর বাসায় ককটেল হামলা হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।  আঃ মান্নানের রাজনৈতিক সচিব মোঃ রফিক নিউজ৩৯ কে জানান, রাত ১১ টার দিকে হোন্ডায় করে এসে কে বা কারা ৩টি ককটেল স্যারের বাসায় নিক্ষেপ করে পালিয়ে যায়।তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে এই ঘটনায় দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। 

আপনার মতামত দিন