বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

28
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

আসন্ন ভারত বিশ্বকাপের পর ঘরের মাঠে বাংলাদেশকে আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ সময় বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা।
সিরিজকে সামনে রেখে এবার সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
সিরিজের শুরুতে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। যার প্রথমটি ১৭ ডিসেম্বর ডুনেডিনে খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ওয়ানডেতে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর। ভেন্যু যথাক্রমে নেলসন এবং নেপিয়ার।
এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার। পরের দুটি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।
বাংলাদেশের সাথে সফরসূচি ছাড়াও এদিন আরও তিনটি সিরিজের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। বাংলাদেশের সাথে সিরিজের পরেই টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে ব্ল্যাকক্যাপসরা।
এরপর ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ।

আপনার মতামত দিন