বাংলাদেশ ক্রিকেটের এক নক্ষত্রের পতন

42
বাংলাদেশ ক্রিকেটের এক নক্ষত্রের পতন

২২ গজের ক্রিজে প্রতিপক্ষ বোলারদের উপর শাসন করা বাংলাদেশি ব্যাটারদের অন্যতম তামিম ইকবাল। ২০০৭ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকানো থেকে শুরু। লর্ডসের অনার্স বোর্ডে সেঞ্চুরি করে নাম তোলার মাধ্যমে সব ফরম্যাটেই নিজের সামর্থ্যের জানান দেয়া। বোলারদের চোখে চোখ রেখে সাহসিকতা দেখানো- সবকিছুই তামিম ইকবালের স্বাতন্ত্র্যের বহিঃপ্রকাশ। পরিশেষে ,আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশ ক্রিকেটের এক নক্ষত্রের পতন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দেশসেরা এই ওপেনার।

আজ (৫ জুলাই) চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে ব্যক্তিগতভাবে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন টাইগারদের সদ্য সাবেক এ ওয়ানডে অধিনায়ক।

 

আপনার মতামত দিন