বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল; টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকা

5

আরেক দফা আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে বেশ কয়েকটি প্রদেশের অনেক এলাকা।
এদিকে, হিমাচল প্রদেশে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। বুধবারও (২৬ জুলাই) ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে নয়াদিল্লিসহ বেশকিছু এলাকায়। সবচেয়ে বেশি বিপাকে নয়ডা, গাজিয়াবাদের বাসিন্দারা। হিন্দন নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় ডুবে গেছে এলাকাগুলোর বেশকিছু অঞ্চল।
বন্যার পানিতে গ্রেটার নয়ডায় ডাম্প ইয়ার্ডে থাকা অন্তত চারশ গাড়ি তলিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

আপনার মতামত দিন