বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন

172
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।  সোমবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ভবন প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আব্দুল ওয়াছেক মিলানয়তনে অনুষ্ঠিত পরিচিতি সভা করেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের মিজানুর রহমান ভূইয়া কিসমত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা এগিয়ে চলেছি মুক্তির পানে ও ক্রমাগত উন্নতির পথে। প্রধানমন্ত্রী নানা প্রতিকূলতাকে সাহসের সাথে মোকাবেলা করে কাজ করছেন দেশের উন্নয়নে। তার হাতকে শক্তিশালী করতে আমাদের এক সাথে কাজ করতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলে আমাদের দল মতের বাইরে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. অ্যাডভোকেট সাফিল উদ্দিন, আরিফুর রহমান শিকদার, প্রবীণ আ’লীগ নেতা আব্দুল জব্বার ভূইয়া, আব্দুল ওয়াদুদ মিয়া, মনিরুজ্জামান মনির, হাজী ইব্রাহীম খলিল, দেওয়ান তুহিনুর রহমান আলী মোহাম্মদ রমজান, শেখ হান্নান উদ্দিন, মরিয়ম জালাল, এস.এম সাইফুল ইসলাম, মো. ইউসুফ হারুন টিপু প্রমূখ।

আপনার মতামত দিন