বঙ্গবন্ধুর দর্শন আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবেঃ সালমান এফ রহমান
বলেছেন, বঙ্গবন্ধুর মানবতার দর্শন আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার জন্য আমাদের একটি মাত্র পথ খোলা আছে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা এখন বাস্তবায়ন করা। এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর চেতনা ও কর্মকে আমাদের ভিতরে জাগরিত করতে হবে। তবেই সত্যিকারে সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। শনিবার বিকেলে জয়পাড়া পাইলট মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এই কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ গ্রহন করে দক্ষিণ জয়পাড়া বনাম কাটাখালি যুব সংঘ। খেলায় কাটাখালি যুব সংঘ ১-০ গোলে বিজয়ী হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সালমান এফ.রহমানের এপিএস তোফাজ্জল হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বাংলাদেশ মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন পাভেল, দোহার উন্নয়ন কমিটির সভাপতি ইফতেখার আহমেদ লিমন, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, ৮টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন