news to create new era- সংবাদ নতুন যুগ সৃষ্টির লক্ষ্যে। এ উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের পথ চলা। আমাদের লক্ষ্য মানুষের রুচির উপর প্রভাব ফেলা, তাদেরকে সচেতন করা এবং মূল্যবোধ সম্পৃক্ত জীবনবোধ তৈরী করা। আর এ লক্ষ্যকে সামনে রেখে আমাদের প্রথম প্রকাশনা প্রার্থী পরিচিতি আসন্ন দোহার থানা ইউনিয়ন নির্বাচন-২০১১ প্রকাশ হয়েছে। অতি অল্প সময়ে এই চ্যালেঞ্জিং কাজটি ছিল অত্যন্ত দুরূহ। কিন্ত নিউজ ৩৯ পরিবার ঐকান্তিক প্রচেস্টা্র এবং টিম স্পিরিটের মাধ্যমে কাজটি সম্ভব করেছে। তবুও কিছু ভুল থেকেই যেতে পারে, কারন কেউই ভুলের উরধে না। বিষেশত আমরা আন্তরিক দুঃখিত মুকসেদপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ আঃ হালিমের নিকট। প্রেসের অসতর্কতা হেতু এই ভুলের জন্য আমরা তার নিকট আন্তরিক ভাবে দুঃখিত। ভবিষ্যতে আমরা আরও বেশী সচেতন এবং আন্তরিক থাকবো; এই ভুল আমাদেরকে করবে অনেক বেশী সচেতন। নিউজ ৩৯ পরিবারের পক্ষ থেকে সকল প্রার্থীর প্রতি থাকছে শুভ কামনা,কেননা নির্বাচন হচ্ছে ৬ টি ইউনিয়নে,জিতবেন ৬ জন কিন্তু এলাকাগুলর উন্নয়নে সবাইকে প্রয়োজন।
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)