প্রবাসীদের সেবায় দুটি অ্যাম্বুলেন্স চালু

401
প্রবাসীদের সেবায় দুটি অ্যাম্বুলেন্স চালু

প্রবাসী কর্মীদের সেবায় দুটি অ্যাম্বুলেন্স চালু করেছে সরকার। এর ব্যবস্থাপনা করবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রবাসী কর্মীর মরদেহ পরিবহন এবং অসুস্থ কর্মীর সেবায় অ্যাম্বুলেন্স দুটি ব্যবহুত হবে। স্বল্প খরচে প্রবাসী কর্মীর পরিবারের সদস্যরাও এ সেবা পাবেন। অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্টসহ আধুনিক চিকিৎসার সরঞ্জামাদি রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সরকার প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করছে। সব সময় নতুন নতুন কল্যাণমূলক কার্যক্রম ও সেবা প্রদানে সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতে প্রবাসী কর্মী ও তাদের আত্মীয়-স্বজনের সুবিধার্থে আবাসিক স্কুল, হাসপাতাল ও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।’

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার, অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন