প্রতীকী মশা ও মশারি নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

26
প্রতীকী মশা ও মশারি নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

ডেঙ্গু সচেতনতায় প্রতীকী এডিস মশা ও মশারি নিয়ে নগরী প্রদক্ষিণ করে কুমিল্লা ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা। এ সময় সচেতনতামূলক স্লোগান, প্রচারপত্র বিতরণ করা হয়। ভ্যানে মশারি টানিয়ে শুয়ে ছিলো শিক্ষার্থী। কলেজ আঙিনায় প্রদর্শিত হয় নাটিকা। এতে নগর কর্তৃপক্ষের গাফিলতি ও নাগরিকদের অসচেতনতার চিত্র তুলে ধরা হয়।

মঙ্গলবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে সদর হাসপাতাল হয়ে কলেজের উচ্চমাধ্যমিক শাখায় এসে এ শোভাযাত্রা শেষ হয়। কলেজের ৯টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ আয়োজন করে।

শোভাযাত্রা শেষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী। শোভাযাত্রার সমন্বয়ক ছিলেন আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রধান লে. মো. ফিরোজ উল আলম চৌধুরী। সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন।

 

আপনার মতামত দিন