পা ছুঁয়ে সালাম করা সম্বন্ধে যা বলে ইসলাম

156
পা ছুঁয়ে সালাম করা সম্বন্ধে যা বলে ইসলাম

আমরা অনেকেই পা ছুঁয়ে বড়দের বা শ্রদ্ধাভাজনদের সালাম করি। তবে পা ছুঁয়ে সালাম করার ব্যাপারে কি বলে ইসলাম?

ইসলাম ধর্মে সালাম দেওয়ার পদ্ধতি একটাই। আর তা হচ্ছে মুখে সালাম দেওয়া। পা ছুঁয়ে, ওজু করে বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়ার কোনো বিধান ইসলামে নেই।

পা ছুঁয়ে সালাম দেওয়া ইসলামি পদ্ধতি নয়। ইসলাম এই সালাম আমাদের শিক্ষা দেয়নি। এটা স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবা-মা কারো জন্যই জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলাম জায়েজ করেছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী আয়েশা (রা.), মেয়ে ফাতেমা (রা.) এবং সাহাবিগণ কখনও রাসূল (সা.) এর পা ধরে সালাম করেননি। বরং সব সময় আসালামু আলাইকুম বলেই সালাম দিয়েছেন।

সুতরাং পা ছুঁয়ে সালাম করা বা কদমবুচি করা- এটা একটা সংস্কৃতির বিষয়, এটা কোনো ইসলামি সংস্কৃতিও  নয়। এটি সমাজ কর্তৃক চাপিয়ে দেওয়া একটি প্রথা মাত্র।

উল্লেখ্য, যে কাউকে সালাম দেওয়া যায়। বড় ছোটকে, ছোট বড়কে। বাবা সন্তানকে, সন্তান বাবাকে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এটাই ইসালামের বিধান। আল্লাহ তাআলা বলেন- কেউ সালাম দিলে, তুমিও তাকে আরো উত্তমভাবে সালামের উত্তর দাও।

অন্য খবর  ঈদে উপহার বিনিময় সওয়াবের কাজ

আমাদের মনে রাখতে হবে- আল্লাহ ছাড়া করো কাছে মাথা নিছু করা শিরক।

সূত্র : তিরমিজি শরিফ, হাদিস : ২৬৯৮-২৭২৭; শুয়াবুল ইমান, হাদিস : ৮৪৫৯

 

আপনার মতামত দিন