পালামগঞ্জে ভেজাল তেল ব্যবসায়ীকে পাঁচ লক্ষ টাকা জরিমানা

262

মোরাদ৩৯♦ শনিবার দোহার উপজেলা প্রশাসন কর্তৃক ভেজাল বিরোধী অভিযানে পালামগঞ্জ এক ভেজাল তেল ব্যবসায়ীকে প্রায় পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে। শনিবার দুপুর ১২ টার দিকে দোহার থানা নির্বাহী কর্মকর্তা শামিমুল হক পাভেল।

পালামগঞ্জ বাজারে পদ্মা অয়েল কোম্পানির নামে দীর্ঘদিন যাবত বাজারজাতকারী মোহাম্মাদ আলীকে ভেজাল সয়াবিন, সরিষার তেল বিক্রয়ের জন্য চার লক্ষ টাকা অনাদায়ে দুই বছরের কারাদণ্ড তার জামাইকে পঁচাত্তর হাজার টাকা অনাদায়ে এক বছরের কারাদণ্ড এবং দোকানের কর্মচারীকে পাঁচশত টাকা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয়। 

ঘটনাস্থল থেকে দোহার থানা পুলিশ প্রায় ৩০০ লিটার ভেজাল তেল ও বেআইনিভাবে পদ্মা অয়েল কোম্পানির স্টিকার জব্দ করেছে । আশেপাশের লোকজনেরা নিউজ ৩৯ কে জানান মোহাম্মাদ আলী দীর্ঘদিন যাবত এই ধরনের ভেজাল ব্যবসা করে আসছিল। 

আপনার মতামত দিন