পদ্মা সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ইফতার এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭) ই এপ্রিল পদ্মা সরকারি কলেজ অডিটোরিয়াম রুমে পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পদ্মা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি জনাব মো. জালাল হোসেনের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মেজর জেনারেল (অব.) ডা. মো এ.আর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিমবায়োসিস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ও পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ডা.আব্দুর রহমান পাখি।
আরো উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য সম্মানিত প্রতিষ্ঠাতাবৃন্দ, শুভানুধ্যায়ী , বিভিন্ন ব্যাংক এর মুকসুদপুর শাখার ব্যবস্থাপকগন, সম্মানিত শিক্ষকমন্ডলী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্কাউট শিক্ষকবৃন্দ , রোভার স্কাউট গ্রুপের আর.এস.এল জনাব ইদ্রিস আলী ও মাসুদ রানা, স্কাউট গ্রুপের সম্পাদক মোল্লা ইমদাদুল হক (চান), সাবেক ও বর্তমান রোভার স্কাউট সদস্য।