পদ্মার ১৮ কেজির বোয়াল ৫২ হাজারে বিক্রি

63
পদ্মার ১৮ কেজির বোয়াল ৫২ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বোয়াল মাছ। পরে মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।

আজ সোমবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি হয়।

স্থানীয়রা জানান, মাছটি ধরা পড়ার পর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আড়দে নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নেন চাঁদনী এন্ড মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্যা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্যা বলেন, পদ্মা নদীতে সকালে জাল ফেলে কালাম হলদার। তার জালে মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির উদ্দেশ্য নিয়ে আসলে নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নেই। পরে একজন মাছ ক্রেতার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।

আপনার মতামত দিন