নয়াবাড়িতে শামীম আহমেদ হান্নানের বিরুদ্ধে মানববন্ধন

118
নয়াবাড়িতে শামীম আহমেদ হান্নানের বিরুদ্ধে মানববন্ধন

ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আনারস মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছে নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার নয়াবাড়ির ইউনিয়নের ধোয়াইর বাজারে নৌকা প্রতিকের সমর্থক ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন বলেন, হান্নান চেয়ারম্যানের বিগত ১০ বৎসরের বিভিন্ন সরকারী প্রকল্পের অর্থ আত্মসাৎ নদী শাষন কাজে দুর্নীতি ও বালু মহলের গদির টাকা চুরি সহ সন্ত্রাস, মানবতার বিরুদ্ধে অপরাধ সহ বিগত নির্বাচন পরবর্তী নৌকার প্রতিকের সমর্থকদের উপর হামলা ও বাড়ীঘর ভাংচুর সহ নানা অপরাধের করেছে।

সে সময় তারা আরো বলেন, গত দশ বছরে হান্নান চেয়ারম্যান বিভিন্ন ভাবে সরকারি খাতের টাকা লুটপাট করে খেয়েছে। শনিবার বিকালে যে গাড়ি ভাংচুর করা হয়েছে। সেটি আমাদের কেউ করেনি। আমরা আমাদের ক্যাম্প উদ্ভোধন করতে গেলে তিনি সুযোগ বুঝে তার নিজের লোকদের দিয়ে গাড়ি ভাংচুর করিয়ে আমাদের নাম অপবাদ দেয়।

সে সময় নয়াবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ, এলাকাবাসী,নয়াবাড়ি ইউনিয়নের ছাত্রলীগসহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন