মার্চ 20, 2025
নয়াবাড়ি

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শনিবার দুপুরে ছব্দের আলী জনকল্যাণ ফাইন্ডেশন এর উদ্যোগে ২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাৎসরিক মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছব্দের আলী জনকল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. আশরাফ আলী ও পরিচালক মো. জহিরুল ইসলাম বিপ্লব এর আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য মো. জয়নাল আবেদীন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি টিটু ভূঁইয়াসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীরা তাদের মাকে পায়ে হাত দিয়ে সালাম করে সম্মান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মা’দের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ শাড়ি প্রদান করা হয়।

আপনার মতামত দিন
Copyright © News39.net 2011-25 All rights reserved. | ChromeNews by AF themes.
error: Content is protected !!