নির্মল রঞ্জন গুহ সুস্থতার পথে; সকলের দোয়া প্রার্থনা

230

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি ও দোহারের কৃতি সন্তান বাবু নির্মল রঞ্জন গুহ এখন সুস্থতার পথে। ১৯ জুন তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। তিনি তার স্ত্রী আলো গুহেরও করোনা পজেটিভ আসে।

নিউজ৩৯ এর সাথে আলাপচারিতায় বাবু নির্মল রঞ্জন গুহ তার শারীরিক অবস্থা সম্পর্কে জানান, তিনি ও তার পরিবার বর্তমানে সুস্থ আছেন। তাদের মাঝে কোন ধরনের শারীরিক সমস্যা এখন পর্যন্ত দেখা যায় নি। প্রথম কয়েকদিন জ্বর থাকলেও এখন তা নেই। এছাড়া গতকাল তিনি একটি হাসপাতালে নিজের শারীরিক অবস্থার পরীক্ষা নিরিক্ষা করান। সেখানেও তার রেজাল্ট খুব ভাল এসেছে বলে তিনি নিউজ৩৯কে জানান। তিনি করোনা আক্রান্তেদের উদ্দেশ্যে বলেন, করোনাকে ভয় না পেয়ে ডাক্তারের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ থেকে মুক্তিলাভ করা সম্ভব। তিনি দোহারবাসীকে ডাক্তারের পরামর্শ ও নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন এবং তার সুস্থতার জন্য দোহারবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।

নিউজ৩৯.নেট-এর উপদেষ্টা হিসেবে পত্রিকা তার দ্রুত আরোগ্য ও কল্যাণ কামনা করছে।

আপনার মতামত দিন