নির্বাচিত হলে দোহার-নবাবগঞ্জ এলাকায় গ্যাস সংযোগের ব্যবস্থা: সালমা ইসলাম

215

নির্বাচিত হলে দোহার-নবাবগঞ্জ এলাকায় গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে, শিল্প প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। এমন লক্ষ্যের কথা জানিয়েছেন ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম।

সকালে নবাবগঞ্জে নিজ গ্রাম থেকে প্রচারণা শুরু করেন মোটর গাড়ী প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামা সাবেক প্রতিমন্ত্রী। সালাম ইসলাম এসময় চুড়াইন ইউনিয়নের কিছু এলাকা ও গোবিন্দপুরে নির্বাচনী প্রচারণা চালান। ঘুরে ঘুরে কথা বলেন ভোটারদের সাথে।

তিনি বলেন, বিগত পাচ বছরে এলাকার উন্নয়নে সচেষ্ট ছিলেন তিনি। আবার নির্বাচিত হলে নবাবগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন করা হবে। তিনি জানান, এলাকার স্বাস্থ্যখাতে অনেক কাজ করার সুযোগ রয়েছে, জনগণ তাকে ভোট দিলে, সেই কাজ শেষ করবেন তিনি।

আপনার মতামত দিন