দোহারে নিকড়া-বানাঘাটা সংঘর্ষে আহত ৪

480

দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নিকড়া ও বানাঘাটা গ্রামে গতকাল সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছে। এ সময় বানাঘাটার রতন বেপারি টেঁটাবিদ্ধ হয়। আহত হয় লিটন খান, সবুজ খান ও আপন খান। 

স্থানীয় সূত্রে জানা যায়,নিকড়া বটতলা এলাকায় মাছ বিক্রির ঘটনাকে কেন্দ্র বাগবিতন্ডা হয় এবং এর পরেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৪ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আহতরা সবাই আওয়ামী লীগের সমর্থক হওয়ায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাদের ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এদিকে আজ শনিবারও বানাঘাটা থেকে নিকড়ায় মোটর বাইকে মহড়া দেয়ার ঘটনা ঘটেছে।

আপনার মতামত দিন