নারিশা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনঃ সালাউদ্দিন ও সোহেল নির্বাচিত

376

প্রতিবেদক তৌহিদুল ইসলামঃ অত্যন্ত জাঁকজমকপূর্ন ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নারিশা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন। ১৭ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহন, চলে বিকাল ৪টা পযর্ন্ত।

মাধ্যমিক শাখায় অভিভাবক সদস্য নির্বাচন হয়। মোট ৫৫২ ভোটের বিপরীতে ২নং ব্যালটে মোঃ সালাউদ্দিন হাওলাদার ২২০ ভোট এবং ৩নং ব্যালটে মোঃ আখতার উজ্জামান সোহেল ৩১৯ ভোট পেয়ে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়। এবং সালাউদ্দিন হাওলাদারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ১নং ব্যালটে শেখ মোঃ জয়দর আলি ২১৩ ভোট পেয়ে পরাজিত হন। মাধ্যমিক শাখায় প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মোঃ ইউনুস বেপারী, দাতা সদস্য হিসেবে মোঃ নুরুল হক বেপারী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে। এবং প্রাথমিক শাখায় অভিভাবক সদস্য হিসেবে মোঃ সোলাইমান বেপারী, জাহাঙ্গীর আলম ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে শাহিদা পারভিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে। এছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ ছায়েদুর রহমান, আঞ্জুমান আরা বিথী ও সাহিয়া আফরিন রনি নির্বাচিত হন। নির্বাচনী ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) সালমা খাতুন।

নির্বাচিত প্রতিনিধিগণ অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির অঙ্গীকার করেন।

আপনার মতামত দিন