নারিশা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে ব্যানার নিয়ে বিভ্রান্তি

687

নিউজ৩৯ঃ দোহার উপজেলার নারিশা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনের ব্যানার বিভ্রান্তি এবং সমালোচনার জন্ম দিয়েছে। ব্যানার নিয়ে প্রশ্নের সম্মুখীন নারিশা ইউনিয়ন ছাত্রলীগ।

ব্যানারে বিশেষ অতিথি হিসেবে দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নাম রয়েছে নুরুল ইসলাম বেপারী। অথচ নুরুল ইসলাম বেপারী হলেন দোহার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হচ্ছেন নুরুল হক বেপারী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের এক নেতা বলেন, বিষয়টি প্রিণ্টিংজনিত অনিচ্ছ্বাকৃত ভুল। এটি নিয়ে আসলে মাতামাতির কিছু নেই। বিষয়টি সবাই সাধারণ ভুল এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করি।

আপনার মতামত দিন