নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন

1592

দোহার উপজেলা নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ফরিদ আহমেদ মোড়লকে আহবায়ক ও সেলিম তালুকদার, বখতিয়ার হোসেন লেবু খান, মুক্তার হোসেনকে যুগ্মা আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খান বাবুল ও সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদারের সাক্ষরিত এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করার দায়িতে দেয়া হয়েছে। এই সময়ে নারিশা ইউনিয়নের সকল ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটি করে কাউন্সিলের মাধ্যমে নারিশা  ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ১৬ সদস্যের নাম ঘোষনা করা হয়েছে। আগামী সাত দিনের মাঝে বাকি ১১ জনের নাম অন্তর্ভুক্ত করে আহবায়ক কমিটিকে পূর্নাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মতামত দিন