কলাকোপায় নানির হাতে নাতনি খুন

322

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯ ♦ নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের খন্দকার নোয়াদ্ধা গ্রামে উন্মাদ নানি বিনা বেগম তার নাতনি ডলিন (৪)-কে গলাটিপে হত্যা করেছে।

শুক্রবার সন্ধ্যায় খন্দকার নোয়াদ্দা গ্রামের আলী হোসেনের মানসিক রোগী স্ত্রী বিনা বেগম তার ভাগনির ৪ বছরের মেয়ে ডলিনকে গলাটিপে হত্যা করে লাশের পাশে বসে থাকে। আশপাশের লোকজন এ দৃশ্য দেখে থানায় খবর দিলে পুলিশ এসে বিনা বেগমকে আটক করে এবং ডলির লাশসহ তাকে থানায় নিয়ে যায়।

সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

বিনার স্বামী আলী হোসেন জানান, তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছেন। তার মানসিক সমস্যা দেখা দিলে শিশুদের কাছে পেলে মেরে ফেলতে চায়। এ কারণে বিনার নিজের এক বছরের শিশুকে ফুপুর কাছে লালন-পালনের জন্য দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন