নবাবগঞ্জ ও দোহার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বেলাল

75
নবাবগঞ্জ ও দোহার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বেলাল

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. বেলাল হোসেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা এ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। একই দিন তিনি দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।  এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. বেলাল হোসেন স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, এ পরিদর্শন রুটিন মোতাবেক। তবে এখানে এসে চিকিৎসকের উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগল।  তিনি আরও বলেন, বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ওষুধের কোনো অভাব নেই। লোকবলের কিছুটা সমস্যা রয়েছে তবে তা পূরণে যথেষ্ট চেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, ডা. প্রিতম দে, ডা. কামরুজ্জামান, ডা. তাহসীন, ডা.সুমাসহ আরো অনেকে।

আপনার মতামত দিন