নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবায় পুরস্কার অর্জন

172
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড 19″ অর্জন করেছে। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের দেয়া স্বাস্থ্য সেবা ও করোনা মহামারীতে স্বাস্থ্য উন্নয়নে অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কার প্রদানের সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক নার্স সহ সকল কর্মচারীগণ কে অভিনন্দন জানানো হয়। এই সময় হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মচারী বৃন্দ এই পুরস্কার করোনায় মৃত দেশবাসী এবং নবাবগঞ্জবাসিকে উৎসর্গ করেন।

আজ রাজধানীর সোনারগাঁ প্যান প্যাসিপিক হোটেলে মাননীয় সচিব জনাব আব্দুল মান্নান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় স্বাস্থ্য সচিব জনাব মোঃ আলী নূর মহোদয়ের উপস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েৱ মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সৱ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শহীদুল ইসলামেৱ নিকট এ সম্মাননা প্রদান করেন। এই সময় ডাঃ মোহাম্মদ শহীদুল ইসলাম এই অর্জনের জন্য ও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমানকে ধন্যবাদ দেন। এই অনুষ্ঠানে ডিজি, এডিজিগন, পরিচালকগণ, ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মোঃ মঈনূল এহসানসহ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন