নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন গ্রেফতার

1013

ঢাকার নবাবঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন আজাদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়,শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মাঝিরকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আমজাদ হোসেন আজাদ বলেন, ‘বর্তমানে আমার বিরুদ্ধে কোন মামলা নেই। আগের মামলাগুলোতে জামিনে আছি। পুলিশ রাজনৈতিক প্রতিহিংসায় ও মিথ্যা মামলায় আমাকে গ্রেফতার দেখাচ্ছে।’ এদিকে তাকে গ্রেফতারের প্রতিবাদ ও এর তীব্র নিন্দা জানিয়েছে নবাবগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল বলেন, ‘হরতালে গাড়ি-ভাঙচুরের মামলায়  তাকে গ্রেফতার করে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে।’

আপনার মতামত দিন