নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

472
নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান  আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহ¯পতিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক সমন্বয় সভার মধ্য দিয়ে তারা এ দায়িত্ব বুঝে নেন।

নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনি এবং আপনার অফিসকে অবশ্যই দুর্নীতি মুক্ত রাখতে হবে। যার যার অবস্থান থেকে জনগণের জীবন মান উন্নয়নের জন্য কাজ করতে হবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দিন মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৌশলী  মো.আনোয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জি. সাগর হোসেন সৈকত, শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ প্রমুখ।

আপনার মতামত দিন