নবাবগঞ্জ উপজেলা ও দুই কলেজের ছাত্রসমাজের কমিটি গঠন

889
নবাবগঞ্জ উপজেলা ও দুই কলেজের ছাত্রসমাজের কমিটি গঠন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্র সমাজের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ঢাকায় যুগান্তর কার্যালয়ে নেতাকর্মীরা উপস্থিত হলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি শেখ ইলিয়াছ হোসেন মাহিনকে সভাপতি, ইফতিয়াজ মাসুদকে সাধারণ সম্পাদক ও নাজিম বক্সকে সাংগঠনিক সম্পাদক করে নবাবগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন।

এছাড়া তিনি দোহার নবাবগঞ্জ কলেজ এবং ইছামতি কলেজ কমিটিও ঘোষণা করেন। এতে দোহার নবাবগঞ্জ কলেজের সভাপতি হিসেবে খলিল দেওয়ান, সাধারণ সম্পাদক পনির মণ্ডল ও সাগর মণ্ডলকে সাংগঠনিক সম্পাদক এবং মো. ইমরান হোসেনকে সভাপতি, মিরাজ আহমেদকে

সাধারণ সম্পাদক ও ইমরান হোসেন নাহিদকে সাংগঠনিক সম্পাদক করে ইছামতি ডিগ্রি কলেজ কমিটি ঘোষণা করা হয়। এ সময় সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ছাত্র সমাজের নতুন কমিটির নেতাদের তৃণমূল পর্যায়ে কাজ করে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান।

আপনার মতামত দিন