নবাবগঞ্জ উপজেলায় অভিযানঃ বিপুল বাংলা মদসহ ২মাদক ব্যবসায়ী আটক

172

ফয়সাল হোসেনঃ র‍্যাব-১১ নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল বাংলা মদসহ ২মাদক ব্যবসায়ী আটক করেছে। বুধবার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকায় ৮০ লিটার দেশীয় বাংলা মদসহ ফ্রান্সিস গোমেজ ও হুইলারী গোমেজ নামে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত ফ্রান্সিস এবং হুইলারী দীর্ঘদিন ধরে দোহার, নবাবগঞ্জ এবং মুন্সীগঞ্জ জেলায় মাদক ব্যবসা করে আসছিলো।
র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক মো. আবু ছালেহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকায় ৮০ লিটার দেশীয় বাংলা মদসহ ফ্রান্সিস গোমেজ ও হুইলারী গোমেজকে গ্রেফতার ও মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা বড় বক্সনগর গ্রামের মৃত এন্থনি গোমেজের ছেলে। তারা দীর্ঘদন ধরেই নবাবগঞ্জসহ আশেপাশে মদের ব্যবসা করে আসছিলো।
নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তাদে ঢাকায় পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন