নবাবগঞ্জ আওয়ামীলীগ নেতা সাংবাদিক ইব্রাহিম খলিল আটক

    148

    ফয়সাল / রাকিব / আশিক: নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল আটক হয়েছেন। ইব্রাহিম খলিল কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
    রোববার গভীর রাতে বাড্ডা থানার পুলিশ তাকে ঢাকা গ্রেপ্তার করে। তাঁর নামে নবাবগঞ্জ থানায় বিষ্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।

    নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মমিনুল ইসলাম বলেন, রোববার রাতে বাড্ডা থানার পুলিশ তাঁকে রাজধানীর একটি বাসা থেকে ইব্রাহিম খলিলকে আটক করে। পরে নবাবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে, আমরা তার নামে মামলা আছে বলে তথ্য দেই। পরবর্তীতে, সোমবার সকালে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে ইব্রাহীম খলিলকে হস্তনান্তর করে বাড্ডা থানা।
    তিনি আরও বলেন, জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা আছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান।

    উল্লেখ্য, গত ৫ আগষ্ট নবাবগঞ্জ উপজেলার ফাতেমা বেগম নামে এক মহিলা গুলিবিদ্ধ হলে, ২রা সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রধান আসামী করে ১৭৪ জনের নামে নবাবগঞ্জ থানায় মামলা করেন।

    অন্য খবর  দোহার-নবাবগঞ্জে কৃষক বিপাকে, ধান কাটতে হচ্ছে নৌকা দিয়ে

    এছাড়াও, গত ২১ সেপ্টেম্বরে এসএম আরিফুল ইসলাম বাদী হয়ে ২৩৩ জনের নামে আরেকটি মামলা করে নবাবগঞ্জ থানায়। এ দুই মামলায় কলাকোপা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইব্রাহীম খলিল এজাহার নামীয় আসামী।

    আপনার মতামত দিন