নবাবগঞ্জে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট: উৎপাদনে যাবে ২০১৭ সালে

910
নবাবগঞ্জে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট: উৎপাদনে যাবে ২০১৭ সালে

ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ‘দুটি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মাঝে একটি ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তৈরি হবে বলে নিশ্চিত করেছেন কোম্পানি সেক্রেটারি মাসুদুর রহমান ভুঁইয়া।

তবে বিভিন্ন সূত্র তথ্য নিশ্চিত করে, ডরিন পাওয়ারের সহযোগী দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। আগামী জুলাই অথবা অগাস্ট মাসে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে। এতে কোম্পানিটি নতুন করে সম্ভাবনার হাতছানি দিচ্ছে।

নিউজ৩৯কে মাসুদুর রহমান টেলিফোনে বলেন, আমরা নির্মাণকাজ শুরু করেছি। আমাদের দুটি পাওয়ার প্ল্যান্ট থেকে মোট ১১০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আইপিও টাকা দিয়েই প্ল্যান্ট দুটি নির্মাণকাজ শুরু হয়েছে।  নির্মাণকাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, সংবেদনশীল তথ্য হওয়ায় বিষয়টি বলা যাবে না। তবে দ্রুত কাজ শেষ করে উৎপাদনে আসবে।

জানা গেছে, ঢাকা নর্দার্ন  পাওয়ার জেনারেশন লিমিটেড ও ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশন লিমিটেড নামে দুটি প্ল্যান্ট নির্মিত হচ্ছে। এর মধ্যে ঢাকার নবাবগঞ্জে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিকী। গত ৬ এপ্রিল ডরিণের লেনদেন শুরুর সময় পরিচালক বলেন, আগামী ৬ মাসের মধ্যে কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

অন্য খবর  দোহারে ১১০ পুরিয়া হেরোইন সহ আটক ১

সে হিসেবে কোম্পানির পাওয়ার প্ল্যান্ট দুটি আগামী সেপ্টেম্বর মাসে উৎপাদন শুরু করবে। তাহলে ডরিন পাওয়ারের মোট উৎপাদন ক্ষমতা হবে ১৭৬ মেঘাওয়াট বিদ্যুৎ।

আপনার মতামত দিন