নবাবগঞ্জে স্বাধীনতা দিবস নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

810

“আসুন আমরা খেলায় মনোনিবেশ করি মাদক ও ইভটিজিং পরিহার করি ডিজিটাল বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মনিকান্দা খেলার মাঠে সিক্স-এ সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। রাতের অন্ধকারকে পাশকাটিয়ে শিকারীপাড়া ইউনিয়নের মনিকান্দা যুব সংঘের উদ্যোগে গত শুক্রবার এই খেলার আয়োজন করা হয়। এ নিয়ে ৩ম বারের মতো সিক্স-এ সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানের সভাপত্বিত করেন এ্যাডভোকেট মো:আযূব আলীর দেওয়ান।

নাইট ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহনে করেন এতে রতœদিয়া মাসুম একাদশ চাম্পিয়ন ও পুরান তুইতাল রুপালি সংঘ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে টুর্নামেন্টটি শেষ হয়। বিভিন্ন জাগায় থেকে প্রায় ১৫ হাজার মানুষ সিক্স-এ সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টটি দেখতে আসে।ক্রিকেট টুর্নামেন্টের আম্পেয়ারের দায়িত্ব পালন করেন আলমগীর হোসেন, আরিফ শিকদার, হুমায়ূন কবির ও জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: আইয়ূব মোল্লা আওয়ামীলীগ নেতা শিকারীপাড়া ইউনিয়ন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলীমোর রহমান খান পিয়ারা, চেয়ারম্যান শিকারীপাড়া ইউপি, মো: সেকান্দার আলী, আব্দুল আজিজ, মো: পান্নু মিয়া, মাসুদুর রহমান, চেয়ারম্যান জয়কৃষ্ণপুর ইউপি, এ্যাডভোকেট জাফর আলী দেওয়ান, বজলুর রহমান, শিরিম রহমান, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ খান, পচু খান , মনির হোসেন , আরো উপস্থিত ছিলেন, লতিফ খান, হাসেম মিয়া, মতিউর রহমান শিকদার, জামাল খান, হারেচ মাতবর, মো: তাইব খান প্রমূখ।

আপনার মতামত দিন